বুধবার, ২১ ডিসেম্বর, ২০১১

ঘোর ভীতিকর গোর আজাব


গোর আজাব কী এবং তা কতোটা ভয়ঙ্কর, সে সম্পর্কে বেদ্বীন নাস্তিকেরা যদি একটুও ওয়াকিবহাল থাকতো, তাহলে নিশ্চয়ই তারা হুরময় নূরের পথে আসতো। 

প্রথম ভিডিওতে শুনুন সেই ভয়াবহ শাস্তির বিশদ বর্ণনা। শুনে বেতমিজ নাস্তিকেরা বেধড়ক হাসিতে ভেঙে পড়তে পারে হয়তো, তবে সেক্ষেত্রে পরকালে তাদের শাস্তি ভয়াবহতর হবে নির্ঘাত।

পরের ভিডিওতে আছে গোর আজাব বর্ণনার কিয়দংশের কার্টুন-চিত্রায়ণ (হাহাপগে) এবং তৃতীয় ভিডিও - গোর আজাবের বর্ণনা শুনে নাস্তিক ইউটিউবার philhellenes-এর ইসলাম ধর্মগ্রহণ বিষয়ক (তীব্র পচানি! এই ভিডিও প্রবলভাবে মুসলিমদের ফ্ল্যাগিং-আক্রান্ত হলে ইউটিউব তা সরিয়ে নিয়েছিল, তবে philhellenes-এর সাবস্ক্রাইবাররা মিরর করে তা জিইয়ে রেখেছে)। 

প্রথম ভিডিও পুরোটা না দেখলেও চলবে, তবে পরের দুটো অতি অবশ্যদ্রষ্টব্য।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন