আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১১

ধর্ষিত ঈশ্বরধারণা


ক্রিষ্টোফার হিচেন্সের মতো নন স্যাম হ্যারিস। তিনি কথা বলেন নিচু গলায়, থেমে থেমে, তবে তাঁর বক্তব্য ও যুক্তি অসম্ভব শাণিত ও সরল। ঈশ্বর নামের ধারণাটি যে কতো সারহীন, কতো ভিত্তিহীন, সে কথা তাঁর চেয়ে সহজভাবে বলা খুব সহজ কথা নয়। মুগ্ধ হয়ে শোনার মতো।

একটি বিতর্ক থেকে নেয়া এই ভিডিওটি অতি অবশ্যদ্রষ্টব্য বলে মনে করি। 


পুরো বিতর্ক (শেষে প্রশ্নোত্তর অংশ) দেখতে কেউ আগ্রহী হলে এখান থেকে দেখতে শুরু করুন। সর্বমোট নয় পর্ব। তবে স্যাম হ্যারিসের প্রতিপক্ষ আস্তিকীয় ধাঁচে ত্যানা প্যাঁচানোয় সুদক্ষ হওয়ায় বিতর্কটি খুব উপভোগ্য জমে ওঠেনি। অবশ্য জমার কথাও নয়। আস্তিকীয় যুক্তির দৌড় আমাদের ঢের জানা আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন