মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১১

ইসলামের গোপন সান্টা ক্লজ


শুনে হয়তো অবাক হবেন, এই যে আমরা বেঁচে-বর্তে আছি, জীবনযাপন করছি, এই কারণে ইবলিস অর্থাৎ শয়তানের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। কারণ সে সবচেয়ে বড়ো উপহার আমাদেরকে দিয়ে চলেছে প্রতিনিয়ত। আর তাই সে ইসলামের গোপন সান্টা ক্লজ। কীভাবে?

ভাবছেন, ঠাট্টা করছি? উঁহু, অতীব মনোগ্রাহী ভিডিওটি অতি অবশ্য দেখে নিশ্চিত হোন। সম্পূর্ণভাবে কোরান-হাদিসনির্ভর তথ্য ছাড়া মনগড়া অতিরিক্ত কোনও বাণী বা বক্তব্য তাতে নেই। 


ভিডিওর বক্তা, খুব সম্ভব, মমিন খ্রিষ্টান। ইসলামের সমালোচনা সে সাগ্রহেই করে থাকে। তবে তার বক্তব্য একেবারেই কোরান-হাদিসভিত্তিক বলে তা গ্রহণযোগ্য মনে হলো।

একই সঙ্গে মনে হলো আরেকটি কথা: ধর্মগুলো পরস্পরের সঙ্গে নিরন্তর পোন্দাপুন্দি করলে আমাদের খাটুনি কম হতো অনেক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন