ঈমান্দার বান্দা হইলে এই টাইপই হওয়া উচিত! ফরাসী দেশের ঘটনা শুনেন। খবরের লিংক পাঠাইসেন Suirauqa.
সন্তানজন্মদানের একটু আগে এক মুসলিমের প্রেগন্যান্ট বউরে রেডি করতেসিল এক ধাত্রী নার্স। সঙ্গত কারণেই সে মমিনের স্ত্রীর পরনের বোরখা খুলতে শুরু করসিল। কিন্তু মমিন আছিলো তক্কে তক্কে! জানালা দিয়া সে এই দৃশ্য দেইখা ফালাইলো। আর যায় কই! ঈমানী জোশের সামনে তালাবন্ধ ঘরের দরজা হুড়মুড়াইয়া ভাইঙ্গা পড়লো। ঘরে ঢুইকা মমিন ঘুষি বসাইয়া দিলো নার্সরে! তারে "ধর্ষিকা" (বাংলায় আছে নাকি এমন শব্দ?) বইলা অভিহিত করলো! বোঝেন ঠ্যালা!
ঘটনা ফরাসী দেশে। একটা ব্যাপার বুঝি না, ঈমান্দারেরা কাফেরগো দ্যাশে যায় কী করতে? মুসলিম জাহানের দেশগুলায় গেলেই তো এইসব কনফ্লিক্ট হয় না। সেই দেশগুলায় নিশ্চয়ই শরীয়াসম্মতভাবে জন্মদান সম্ভব। এই দ্যাখেন:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন