শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১১

বর্ণময় হিন্দুধর্ম


১. 
ধর্মবিশ্বাস মানুষের মগজ নিষ্ক্রিয় করে ফেলে বলেই এমন ঘটনা ঘটতে পারে। 


বৃহস্পতিবার সকালে বালির ঘোষপাড়ার সরখেলবাগানে পুকুরের ধাপে একজোড়া পায়ের ছাপ দেখেন স্থানীয় বাসিন্দারা। পুকুরের উল্টোদিকেই শীতলামন্দির। স্থানীয় বাসিন্দাদের দাবি, সেই শীতলা মায়েরই পায়ের ছাপ পড়েছে পুকুরের ধাপে। গুজব ছড়ানো মাত্রই আশপাশের এলাকা থেকে দলে দলে মানুষ ছুটে আসতে থাকেন শীতলার পদচিহ্ন দেখতে। শুরু হয় পুজো অর্চনাও.... বিস্তারিত এখানে। 
(লিংক: অশোভন)

২.
যে কোনও ধর্মই মানুষে-মানুষে বিভেদ সৃষ্টি করে। তবে একই ধর্মের অনুসারীদের মধ্যে বিভেদ সৃষ্টিতে হিন্দুধর্ম অপ্রতিদ্বন্দ্বী। আরও একটি নিদর্শন: নিম্নবর্ণভুক্ত এক বালকের নাম উচ্চবর্ণীয় এক বালকের নামের অনুরূপ হওয়াটা এতোই অমার্জনীয় অপরাধ যে, হত্যা করা হয়েছে নিম্নবর্ণীয় বালকটিকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন