আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শনিবার, ৩ ডিসেম্বর, ২০১১

আল্যাফাকের অমুসলিমপ্রেম


মাত্র কয়েকদিন আগে জাপানের ভয়াবহ সুনামি-পরবর্তী ধ্বংসস্তূপে অক্ষত একটি মসজিদের ভুয়া ছবি এবং সঙ্গে আল্যাফাকের বন্দনা সম্বলিত একটি নোট দিয়ে মমিনেরা ছয়লাপ করে দিয়েছিল বাংলা ইন্টারনেট-জগৎ (তাগো দাবি মানলে এই কথাটাই মাথায় আসে: যে পরম করুণাময় মানুষ মারে, তবে দালান টিকাইয়া রাইখা নিজের কুদরত জাহির করে, সেই শালার মস্তিষ্কের সুস্থতা পুরাই প্রশ্নবিদ্ধ)।

ব্লগার হোরাস ঠিক একই জাতীয় একটি ছবি (মমিনদের দেয়া ছবির মতো তথ্যসূত্রহীন নয়, সিএনএন-এর সাইটে প্রকাশিত) বের করে নিচের পোস্টটি দিয়েছিলেন সামু ব্লগে। সেটি ধর্মকারীতে পাঠিয়েছেন বাংলাদেশী নাস্তিক। 

মধ্যপ্রাচ্যের মিডিয়া তে এই ছবি টি কখন ই প্রকাশ হবেনা

তবে যে তাদের দম্ভ বিনাশ হবে

এই ছবি টি আমেরিকার টেক্সাসের গ্যালভেস্টনের ২০০৮ সালে সংঘটিত হারিকেন আইকের ধ্বংসযজ্ঞের পরবর্তী ছবি


পুরো এলাকা বিধ্বস্ত মাঝে দাঁড়িয়ে আছে এক নাসারা ওয়ারেন এবং প্যাম এডামসের বাসা।

আর যারা বলবেন এটা ঘটনাক্রমে মাত্র ! তাদের বলছি এরকম কয়েকটা ঘটনার প্রমাণ আছে আরও !

সবই শুধুই ঘটনাক্রমে !!!

যাই হোক মধ্যপ্রাচ্যের মিডিয়া না হোক, আমরা তো সবাই ছবিটি ছড়িয়ে দেব, নাকি???

সিদ্ধান্ত আপনার

সূত্র: http://edition.cnn.com/2008/US/09/18/ike.last.house.standing/index.html

উৎস: http://www.somewhereinblog.net/blog/Horus/29491894

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন