শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১১

করোটিকল্প: তিন ফরম্যাটে সংকলিত


কৌস্তুভ একটি কাজের ছেলে। তিনি স্ব-উদ্যোগে ধর্মকারীর "করোটিকল্প" কার্টুন সিরিজে প্রকাশিত একুশটি কার্টুন সংকলন করেছেন তিনটি আলাদা ফরম্যাটে: pps (স্লাইড শো), gif এবং exe. সর্বশেষ ফরম্যাটটি স্ক্রিনসেইভার হিসেবে ব্যবহার্য। 

করোটিকল্প সিরিজে প্রকাশিত কার্টুনগুলো পাঠিয়েছিলেন ধর্মকারীর পাঠকেরাই, যদিও এই সিরিজ অবতারণার পেছনে প্রধান ব্যক্তিটি ছিলেন অধুনা-নিষ্ক্রিয় চিন্তিত তাপস পাল। নানান সময়ে বেশ কিছু অসাধারণ পোস্টারও তিনি বানিয়েছিলেন ধর্মকারীর জন্যে। তবে দুঃখের বিষয়, তিনি এখন আমাদের মাঝে থাকিয়াও নাই  

ডাউনলোড লিংক
pps (৩.২ মেগাবাইট) 
gif (১.৬ মেগাবাইট)
exe (৬.৮ মেগাবাইট)


ডাউনলোডে অনীহদের জন্য pps ফরম্যাট এখানে এমবেড করা হলো।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন