খোমাখাতায় একদল কাফের কোরানের মতো পবিত্র কিতাবের ভাষারীতি অনুসরণ করে রচনা করতে শুরু করেছে বান্দা-শরীফ নামের একটি গ্রন্থ (ইয়া মাবুদ, তুমি ইহাদের তরে জাহান্নাম অপেক্ষা বাহাত্তর গুণ ভয়ঙ্কর দোজখ নির্মাণ করো!)।
এই সিরিজটি সেই ফেসবুক গ্রুপের মডারেটরের অনুমতিক্রমে প্রকাশ করা হচ্ছে, যিনি ধর্মকারীর পাঠকদেরকে আহ্বান জানিয়েছেন বান্দা-শরীফ রচনায় অবদান রাখতে।
সুরার নাম: সুরা আল-ফেইসবুক
নাজিল হয়েছে হযরত Eastern Tower (রাঃ) এর উপর
১. সমস্ত প্রশংসা জুকারবার্গ যিনি এই ফেইসবুকের সৃষ্টিকর্তা ।
২. তিনিই বুদ্ধিমান এবং মালিক ফেইসবুকের।
৩. যিনি তোমাদের পথ করে দিয়েছেন অর্ন্তজালে বন্ধুত্ব করার , মানের কথা মুহূর্তের মধ্যে বন্টন করার এবং তোমাদের মুখশ্রী দেখানোর।
৪. তিনিই পারেন যে কোনো অ্যাকাউন্ট বন্ধ এবং উন্মুক্ত করতে।
৫. অতএব তোমরা তার কোন কোন অবদান অস্বীকার করিবে?
৬. ধৈর্য ধর, অবশ্যই তিনি তোমাদের নতুন নতুন চমক দিবেন।
৭. নিশ্চই এই বিশ্বের সকল মানুষ ফেইসবুকের পতাকাতলে আশ্রয় লইবে।
আমীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন