আজ দৈনিক উটপাখি প্রথম আলো পত্রিকার বিদেশী সংবাদের পাতায় ছাপা হয়েছে নিচের ছবিটি:
যথারীতি উটপাখি স্টাইলে এড়িয়ে যাওয়া হয়েছে কয়েকটি 'সংবেদনশীল' প্রসঙ্গ:
১. এই কীর্তি সাধারণ পুলিশের নয়, শরিয়া পুলিশের।
২. প্রার্থনা অর্থ ইসলামী দোয়া।
৩. শাস্তি দেয়া হয় উচ্ছৃঙ্খল আচরণের কারণে নয়। এদের প্রত্যেকেই পাংক রক ভক্ত। গিয়েছিল এক পাংক রক কনসার্টে। তাদের পোশাক ও হেয়ারস্টাইল ইছলামসম্মত মনে না হওয়ায় শরিয়া পুলিশ তাদের গ্রেপ্তার করে।
আরও একটি ছবি দেখুন, যেখানে গ্রেপ্তারকৃত এক মেয়ের চুল ছেঁটে দিচ্ছে লিপস্টিকরঞ্জিত ঠোঁটের অধিকারিণী মহিলা শরিয়া পুলিশ।
গ্রেপ্তারকৃত ষাটজনকে রাখা হয়েছে পুলিশের পুনর্বাসন কেন্দ্রে। এক পুলিশের অভিযোগ: তারা কখনও গোসল করে না, বাস করে পথেঘাটে, নামাজ পড়ে না।... তাদের প্রয়োজন কঠোর চিকিৎসা।
আবারও নিশ্চিত হোন, ইছলামে জোরাজুরির স্থান নেই। বিস্তারিত সংবাদ এখানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন