শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১১

নূরের পথ ছেড়ে আলোর পথে – ১৪


১.
২০০৬ সালে অস্ট্রেলিয়ায় শতকরা ৬৪ জন নিজেদেরকে খ্রিষ্টান হিসেবে পরিচয় দিতো। এখন সেই সংখ্যা নেমে এসেছে ৪০ শতাংশে। অর্থাৎ মাত্র ৫ বছরে শতকরা ২৪ জন ধর্মবিশ্বাস ত্যাগ করেছে! অন্যান্য ধর্মে বিশ্বাস করে ১০ শতাংশ অস্ট্রেলীয়। এখানে বলে রাখা উচিত, ধর্মবিশ্বাসী হিসেবে পরিচয়দাতাদের অর্ধেক সক্রিয় ধর্মচর্চার সঙ্গে জড়িত নয়। আর নিরেট নির্ধার্মিকের সংখ্যা অস্ট্রেলিয়ায় এখন শতকরা ৩১ জন। 

২. 
ব্রিটেনের অবস্থা দেখা যাক। সেখানে শতকরা ৫৫ জন খ্রিষ্টান, ৫ শতাংশ অন্যন্য ধর্মের অনুসারী। তবে মজার ব্যাপার হচ্ছে, কম বয়সীদের মধ্যে ধর্মবিশ্বাসীর সংখ্যা প্রবলভাবে পড়তির দিকে: ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের শতকরা ৫৩ জন নির্ধার্মিক। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন