শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১

অর্থলোলুপ নির্লজ্জ ধর্মবাজেরা


ঈশ্বর সম্পর্কে অনন্য জর্জ কারলিন বলেছিলেন, "... he loves you and he needs money. He always needs money! He's all-powerful, all-perfect, all-knowing, and all-wise, somehow just can't handle money! Religion takes in billions of dollars, they pay no taxes, and they always need a little more."

ধর্ম যে সবচেয়ে লাভজনক ব্যবসা, সেটা দিবালোকের মতো স্পষ্ট হলেও তীব্র নূরের দীপ্ততা অন্ধ করে রাখে ধর্মের অনুসারীদের।


একটা ভিডিওতে দেখলাম এক নির্লজ্জ ধর্মবাজ বলছে, 'আমারে শয়তান অ্যাটাক করসে। আমি এখন দেউলিয়া। এখন আমার ১.২ মিলিয়ন ডলার দরকার। আপনেরা ঈশ্বরের ওয়াস্তে হেল্প করেন।'



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন