ধর্মীয় বিলবোর্ডে ছেয়ে আছে আমেরিকা, তাতে কোনও সমস্যা নেই, তবে নিরীহ নাস্তিক্যবাদী বাণীসম্বলিত দু'-একখানা বিলবোর্ড তোলপাড় ফেলে দেয় সেখানে। বুঝি না, বিপুল সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও ধর্মবাদীদের এতো ভীতি কেন? কারণ, মনে হয়, তারা নিশ্চিত জানে, সংখ্যাগরিষ্ঠতা তাদের বটে, তবে সত্য তাদের পক্ষে নেই।
টাঙানোর আগেই বিতর্কিত একটি বিলবোর্ডের ছোট্ট কাহিনী।
টাঙানোর আগেই বিতর্কিত একটি বিলবোর্ডের ছোট্ট কাহিনী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন