লিখেছেন জোকার নালায়েক
১.
মনে করুন, দুইটি বস্তু একে অপরের দিকে ধেয়ে আসছে। তাহলে, একটি বস্তুকে যদি স্থির ধরা হয় তবে বলা যায় অন্য বস্তুটিই কেবল গতিশীল। একথা উভয় বস্তুর জন্য প্রযোজ্য। আবার ধরুন, একটি স্থির বস্তুর দিকে আরেকটি বস্তু গতিশীল। এখন গতিশীল বস্তুটিকে স্থির ধরলে, স্থির বস্তুটি গতিশীল, যখন প্রসঙ্গ কাঠামোও গতিশীল, যা পূর্বে স্থির ছিল।
সুতরাং, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে না সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে, তা বিবেচ্য নয়। বিবেচ্য হল কাকে আমরা স্থির ধরব। যেহেতু আমরা পৃথিবীর বাসিন্দা, সুতরাং পৃথিবীকেই আমরা স্থির ধরব। অতএব, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, প্রমাণিত।
২.
শ্রদ্ধেয় অধ্যাপক, ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা জাকির নায়েককে কাফির ঘোষণা করা হয়েছে। আমি এর নিন্দা জানাচ্ছি। তাঁর মতন এরকম একজন শ্রদ্ধেয়, পূজনীয়, ভজনীয় মানুষকে কাফির বলাটা নিশ্চয়ই ভারত সরকারের কৌশল। এই অপচেষ্টা নস্যাত করতে হবে, আসুন আমরা ভারতীয় পণ্য ও চ্যানেল বর্জন করি। তাতেই নস্যাত হয়ে যাবে তাদের সকল অপচেষ্টা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন