Faith by definition is believing in things without evidence, and personally I don't do that, because I'm not an idiot!
পলিটিক্যাল কারেক্টনেসের ধার না ধেরে বিবিসি-র এক টক শোতে ওপরের কথাগুলো বলে মমিনজগতে শোরগোল তুলেছিলেন ব্রিটিশ যে স্ট্যান্ড-আপ কমেডিয়ান Kate Smurthwaite (না দেখে থাকলে ছোট্ট দ্বিতীয় ভিডিওটি আপনার জন্য); পনেরো মিনিটের আরেকটি টক শোতে তাঁকে অংশগ্রহণ করতে দেখা গেল। যদিও তাঁকে ও তাঁর পক্ষকে খুব বেশি কথা বলার সুযোগ দেয়া হয়নি, তবে তাঁর স্বল্প সময়ের পারফরমেন্সটিও দারুণ উজ্জ্বল। ভিডিওটি দেখে আরও একবার নিশ্চিত হোন: প্রাপ্তবয়স্ক ও শিক্ষিত লোকেরাও ধর্মাবিষ্ট হয়ে কী ধরনের বল্দার্গুতে বিশ্বাস করতে পারে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন