চার্চের ওপরে বজ্রনিরোধক দণ্ড লাগালে নাস্তিকেরা হাসাহাসি করে বলে, ঈশ্বরের ঘরে এতো সতর্কতার প্রয়োজন কী! ঈশ্বর কি নিজের ঘরে বজ্র নিক্ষেপ করবে?
কিছু চার্চ নাস্তিকদের খুকখুক হাসি উপেক্ষা করে বজ্রনিরোধক দণ্ড স্থাপন করে চার্চের ওপরে। বাকি চার্চগুলোর ঈশ্বর-আস্থা অগাধ। কিন্তু গুগল করে দেখলাম, এমন চার্চে বজ্রপাতের ঘটনা খুব বিরল নয়!
সাম্প্রতিকতম উদাহরণ। বজ্রপাতোত্তর আগুনে চার্চ পুড়ে ছাই! সংবাদটির লিংক পাঠিয়ে দিগম্বর পয়গম্বর মন্তব্য করেছেন:
নিশ্চয় এই চার্চে কোন শিশুকামী যাজক ছিল না। তাই জেসাস খুশি না হয়ে বীর্যপাত থুক্কু বর্জ্যপাত থুক্কু বজ্রপাত করেছেন।
* পূর্বে প্রকাশিত প্রাসঙ্গিক পোস্ট: বাপে চেতসে ক্যান? পরম বিনোদনী সচিত্র সংবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন