শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১২

নবীর বর্জ্য কিছুই যায় না ফেলা


প্রতিটি মানুষই নানান উপায়ে শরীরের বর্জ্য ত্যাগ করে থাকে। সেটাই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু ইসলামের নবী তো ছিলেন অ-স্বাভাবিক মানুষ। বর্জ্য বলে কিছু ছিলো না তার শরীরে। তার সব কিছুই ছিলো পাক-পবিত্র: ঘাম, মূত্র, রক্ত, থুতু, নাকের শিকনি, অজুতে ব্যবহৃত পানি, কুলি-করা পানি... শুধু একটি প্রধান বর্জ্যের উল্লেখ পেলাম না অবশ্য। তো এ সব ব্যবহারে উম্মতদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যেতো। মারামারি লেগে যাবার উপক্রমও হতো কখনও কখনও। 

মিশরের প্রধান মুফতির বক্তব্য: নবীজির সম্পূর্ণ শরীরই বিশুদ্ধ, এমনকি তাঁর বর্জ্যও। 

আরেক সূত্রে বলা আছে: নবীজির মূত্র আপনার মোনাজাতের চেয়ে শ্রেয়।

ঈমানদাঁড় (শব্দটি হাঁটুপানির জলদস্যু কর্তৃক আবিষ্কৃত) মমিন ভাইদের উদ্দেশে জানাই: স্লাইড শোতে ব্যবহৃত প্রতিটি তথ্য ইসলামী সূত্র থেকে আহরিত; একটিও কাফেরদের মস্তিষ্কপ্রসূত নহে। 

সতর্কবাণী:
বড়োই বিবমিষাজাগানিয়া স্লাইড-শো। খাদ্যগ্রহণকালে দেখা একেবারেই হারাম। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন