আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১২

তিনি মোর দয়াল নবী


বিরুদ্ধমত ও সমালোচনা সহ্য করতে পারতো না ইসলামের পাষণ্ড নবী। প্রতিশোধ নিতো নির্দয়ভাবে।

আরবদের মধ্যে প্রাজ্ঞ হিসেবে পরিচিতা এক বৃদ্ধা মুহম্মদের বিরোধিতা করেছিলেন বলে তাঁকে বিবসনা করে তাঁর দু'পায়ে আলাদা দুই দড়ি বেঁধে অপর দুই প্রান্ত বিপরীতগামী দুই উটের সাথে জুড়ে দিয়ে তাঁর শরীর চিরে ফেলেছিল নবীজির পালিত পুত্র। তারপর সেই বৃদ্ধার মাথা প্রমাণ হিসেবে সে নবীজির কাছে দাখিল করলে নবীজি তাকে আলিঙ্গন করে পবিত্র চুম্বন উপহার দিয়েছিল।

আরেকটি ঘটনা। নবীজির ষণ্ডরা তারই নির্দেশে কবি হিসেবে খ্যাতিমান আরেক মহিলার বুকে তরবারি ঢুকিয়ে দিয়ে হত্যা করেছিল। সেই সময় তিনি স্তন্যদুগ্ধ পান করাচ্ছিলেন তাঁর সন্তানকে। তাঁর অপরাধ ছিলো, তিনি নবীজির সমালোচনা করে একটি কবিতা লিখেছিলেন।

নবীজির বিরুদ্ধে গান গাওয়ার কারণে এক গায়িকাকেও হত্যা করা হয়েছিল তারই নির্দেশে। 

ঘোষণা: ঈমানদাঁড় মমিনেরা চিৎকার শুরু করার আগেই বলে নিই, ওপরের একটি তথ্যও কাফেরদের মস্তিষ্কজাত নয়, সবগুলিই ইসলামী তথ্যসূত্র থেকে আহরিত। 

স্লাইড শো দেখুন অথবা পিডিএফ (৩.৮৮) ডাউনলোড করে নিন।  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন