১.
চৌদি আজবে নাইজেরীয় নাগরিকের হাত কেটে ফেলা হয়েছে চুরির অভিযোগে।
২.
এবং সে দেশেই শিশুদেরকে হাত কাটার শিক্ষা দেয়া হচ্ছে স্কুলে। পাঠ্যপুস্তকে আছে সচিত্র বর্ণনা। অবশ্য এটা কোরানশিক্ষারই একটা অংশ, বোধহয়। কারণ তস্করের হস্তকর্তনের বিধান তো কোরানেই (সুরা ৫, আয়াত ৩৮) আছে।
৩.
মহানুভবতার পরিচয় দিলো (নাকি নবীজির আদেশ অমান্য করলো?) মুসলিমরা। ইসলামত্যাগের শাস্তি - মৃত্যু, সে কথা নবীজিই বলে গেছে। অথচ ধর্মান্তরিত হওয়া প্রাক্তন মুসলিমকে তারা হত্যা না করে তার মুখে এসিড ছুঁড়ে দিয়েছে মাত্র।
৪.
ইসলামে কাফের হত্যা যায়েজ। অতএব তাজিকিস্তানে সান্টা ক্লজের রুশ ভার্শন ফাদার ফ্রস্টকে তৌহিদী জনতা "শালা, কাফের!" চিৎকার তুলে ছুরিকাঘাতে হত্যা করেছে।
৫.
"ইসলামী আইন অনুসারে কাফের হত্যার অধিকার আমার আছে।" ভুল কথা নয়। কোরানের নির্দেশনাই কো সে কথাই বলে।
৬.
অন্য ধর্মের বয়ফ্রেন্ড থাকায় মুসলিম পিতা তার মেয়েকে পিটিয়ে হত্যা করেছে।
৭.
যে-ডাক্তারেরা তার প্রাণ বাঁচিয়েছে, তারা যেহেতু ইহুদি, আর তাই তাদেরকেই হত্যা করতে আত্মঘাতী হামলার উদ্যোগ নিয়েছিল এক মুসলিমা। কিন্তু পরিকল্পনা ব্যর্থ হওয়ায় সে ধরা পড়ে যায়। কারাবাসের পর এখন ছাড়া পেয়ে জানিয়েছে, সুযোগ পেলেই সে আবার চেষ্টা করবে সফল হামলা করতে। সে শিশুসহ অন্যদেরকেও তার পথ অনুসরণ করতে উদ্বুদ্ধ করছে। ব্যর্থ হামলার স্মৃতিচারণ করতে গিয়ে সে বলেছে, 'আমি বেহেশতের এতোটা কাছে পৌঁছে গিয়েছিলাম!'
আর এখানে তার ব্যর্থ উদ্যোগের ভিডিও-কাহিনী।
৮.
আখেরাতে বেহেশতে গেলমানদের সঙ্গে যা করণীয়, তার চর্চা ইহকালেই করতে চেয়ে ধরা পড়লো এক আমেরিকান ইমাম।
৯.
এক খ্রিষ্টান তার ফেসবুক পাতায় ইসলামকে ব্যঙ্গ করা কার্টুন প্রকাশ করেছে বলে অভিযোগ ওঠার পরে তৌহিদী জনতা খ্রিষ্টানদের তিনটি বাড়ি পুড়িয়ে দিলো।
১০.
নারীরা শিক্ষিত হবে, প্রকৃত ইসলাম সেটা সহ্য করে না। ইসলামী রীতি-নীতি-প্রথা-ঐতিহ্যের দোহাই দিয়ে বাধা দেয়া হয়। এক ইসলামবাজ বলছে, যে-স্বামী তার স্ত্রীকে 'অনৈসলামিক' উপায়ে পড়াশোনা করার অনুমতি বা সুযোগ দেয় দেয়, সে ব্যভিচারী স্ত্রীর স্বামী। কীভাবে? আড়াই মিনিটের ভিডিও দেখে জেনে নিন।
নারীরা শিক্ষিত হবে, প্রকৃত ইসলাম সেটা সহ্য করে না। ইসলামী রীতি-নীতি-প্রথা-ঐতিহ্যের দোহাই দিয়ে বাধা দেয়া হয়। এক ইসলামবাজ বলছে, যে-স্বামী তার স্ত্রীকে 'অনৈসলামিক' উপায়ে পড়াশোনা করার অনুমতি বা সুযোগ দেয় দেয়, সে ব্যভিচারী স্ত্রীর স্বামী। কীভাবে? আড়াই মিনিটের ভিডিও দেখে জেনে নিন।
১১.
ইসলামের দৃষ্টিতে প্রকৃত শিক্ষা, বোধহয়, এমন হবার কথা।
১২.
জীবন বাঁচাতে নিজের চেহারা করে তুলতে হচ্ছে তালিবান-সদৃশ (মাথায় পাগড়ি, চোখে সুরমা, মুখে দাড়ি), রিংটোন হিসেবে বেছে নিতে হচ্ছে আত্মাহুতি দিয়ে বেহেশতে যাবার আহ্বান সম্বলিত তালিবানী সঙ্গীত - এই খবরটি প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল বটে, তবে এই লিংকে পাওয়া যাবে বিশদতর সংবাদ এবং বেহেশতী রিংটোন। মমিন ভাইয়েরা ডাউনলোড করে নিতে পারেন। প্রতিবার বেজে উঠলে অশেষ নেকি হাসিল হবে
১২.
জীবন বাঁচাতে নিজের চেহারা করে তুলতে হচ্ছে তালিবান-সদৃশ (মাথায় পাগড়ি, চোখে সুরমা, মুখে দাড়ি), রিংটোন হিসেবে বেছে নিতে হচ্ছে আত্মাহুতি দিয়ে বেহেশতে যাবার আহ্বান সম্বলিত তালিবানী সঙ্গীত - এই খবরটি প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল বটে, তবে এই লিংকে পাওয়া যাবে বিশদতর সংবাদ এবং বেহেশতী রিংটোন। মমিন ভাইয়েরা ডাউনলোড করে নিতে পারেন। প্রতিবার বেজে উঠলে অশেষ নেকি হাসিল হবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন