বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১২

ইসলাম সম্পর্কে অপপ্রচার


ইসলাম সম্পর্কে মিথ্যে প্রচার ও ভুল ধারণা ছড়ানোর পেছনে মুসলিমরাই বেশি সক্রিয়। কীভাবে?

কোরান তথা ইসলামের বর্বরতা চিনি-আবৃত অবস্থায় উপস্থাপনের প্রচেষ্টায় মুসলিমরা অস্বস্তিকর সত্য চেপে গিয়ে নির্লজ্জভাবে মিথ্যে, ছলনা ও রূপকথার আশ্রয় নিতে একেবারেই কুণ্ঠাবোধ করে না। পশ্চিমা অনেক মিডিয়ায় তারা কল্কেও পায়। এমন একটি ইসলামী প্রপাগান্ডার বিশদ বিশ্লেষণ দেখে প্রথম বাক্যটির সত্যতা সম্পর্কে নিশ্চিত হোন। বড়োই তথ্যবহুল (ইসলামী সূত্র থেকে নেয়া) ও যুক্তিনিষ্ঠ গবেষণা। 


ভিডিওটি, খুব সম্ভব, এক খ্রিষ্টানের বানানো। তবে এই লোক ভিডিওতে খ্রিষ্টধর্ম প্রচার করেনি, এমনকি কোনও আঁচও দেয়নি বলেই তা প্রকাশযোগ্য মনে হয়েছে। এছাড়া আগেও বলেছি, ধর্মগুলোর পারস্পরিক পোন্দন অবলোকনে আমি অক্লান্ত  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন