সোমবার, ১৬ জানুয়ারী, ২০১২

ধর্মজাত 'পণ্য'


ঘৃণার প্রধানতম উৎস ধর্মবিশ্বাস। ভিন্নধর্মে বিশ্বাসীদের প্রতি ঘৃণা সব ধর্মেই প্রবল, তবে সব ধর্মের প্রবলতম ঘৃণার পাত্র নাস্তিকেরা। ধর্মকবলিত দেশ আমেরিকার কথাই ধরা যাক। সেদেশের নাস্তিক সম্প্রদায় সবচেয়ে কম সহিংস, সবচেয়ে সহিষ্ণু, সবচেয়ে কম অপরাধপ্রবণ হয়েও ধর্ষকদের চেয়েও ঘৃণীত। এবং নাস্তিকেরা নাকি আমেরিকায় পরগাছার মতো! তারা সমাজকে কিছুই দেয় না, নেয়ই শুধু!

দুই পর্বের ভিডিওতে টিপিক্যাল আস্তিকীয় ঘৃণার কিছু নমুনা রয়েছে। সর্বমোট চোদ্দ মিনিট।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন