৯১.
পাহাড়ের একদম কিনারে এক বালককে কাঁদতে দেখে তার দিকে এগিয়ে গেল ক্যাথলিক যাজক, জিজ্ঞেস করলো:
- কী হয়েছে তোমার? কাঁদছো কেন?
- আমার বাবা আর মা এই পাহাড় থেকে পা পিছলে নিচের পাথরের ওপরে পড়ে মারা গেছে, - জানালো বালক।
- হুমম, আজ তোমার দিনটা আসলেই খারাপ, - প্যান্ট খুলতে খুলতে বললো ধর্মযাজক।
৯২.
শেষ বিচারের দিনে এক মোল্লার দোজখবাস ঘোষণা করলো আল্যাফাক। সে ভারি অবাক চোখে আল্যার দিকে তাকিয়ে বললো:
- হুজুর, আমার ঠিক আাগে গুণ্ডা-চেহারার এক বাস ড্রাইভাররে তো বেহেশতে পাঠাইলেন; সে কি আমার চাইতে বেশি ঈমান্দার?
আল্যা উত্তর দিলো:
- শোনো, তুমি যখন মসজিদে খুতবা পড়তা, বেবাকে ঘুমাইতো, আর ওই ড্রাইভারে যখন বাস চালাইতো, সব প্যাসেঞ্জারে মোনাজাত করতো।
৯৩.
ভ্যাটিকানের পোপের সেক্রেটারি এসে তাকে বললো:
- এক ইহুদি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়।
- পরে আসতে বলে দাও, - বললো পোপ।
- একটু সময় করুন না, প্লিজ, তার জন্যে। বেচারা নাকি দু'হাজার বছর ধরে অপেক্ষা করছে।
- ঠিক আছে আসতে বলো তাকে।
ঘরে ঢুকে ইহুদি লোকটি যিশুর 'লাস্ট সাপার'-এর ছবিটি দেখিয়ে পোপকে জিজ্ঞেস করলো:
- এরা আপনাদের লোক?
- হ্যাঁ, - জানালো পোপ।
- তাহলে বিলটা শোধ করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন