ইসলামের নবীর সম্মতি ছিলো সাময়িক বিবাহে (মুতা বিবাহ অর্থাৎ বিনোদনী বিবাহ); কারণ এক শিয়া ইসলামবাজের উদ্ধৃত হাদিস থেকে জানা যাচ্ছে, নবীজির এক সাহাবী বলেছে, নবীজির জীবদ্দশায় এবং আবু বকরের যুগেও তারা এক মুঠো খেজুর বা আটার বিনিময়ে নারীদের সঙ্গে সাময়িক বিবাহে আবদ্ধ হতো। পরে ওমর এসে এই প্রথা বাতিল করে।
দু'মিনিটের ভিডিও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন