আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বুধবার, ৪ জানুয়ারী, ২০১২

আমার চিরন্তন জ্ঞানলাভ


লিখেছেন জুপিটার জয়প্রকাশ 

বেকুব নাস্তিকেরা তফাত যাও। আজ আমি একটি চিরন্তন সত্য শেয়ার করতে চাই।

হজরৎ ঈশার মৃত্যুর ২০১১তম বৎসরের তৃতীয় দিবসে আমি যখন আমার বন্ধুদের সঙ্গে ছিলাম তখন জ্ঞানচক্ষু খুলিয়া গেল। আর আমি এক চিরন্তন জ্ঞান লাভ করিলাম।

সেই সন্ধ্যায় সহসা আমার মস্তক বেদনা করিয়া উঠিল ও হস্তপদাদি কম্পিত হইতে লাগিল। আমি বন্ধুদের সহিত খেলা ছাড়িয়া গৃহের এক কোনে গিয়া বসিলাম। আমার শত চেষ্টাতেও চক্ষু খুলিয়া রাখিতে পারিলাম না। তিনি যাহার উপর কৃপা করেন, সে আর নিজ ইচ্ছায় চলিতে পারে না। আমি চক্ষু বুজিয়া বসিয়া রহিলাম। পরে জানিয়াছিলাম যে সেই সময় সকলে আমাকে নিদ্রিত বলিয়া মনে করিয়াছিল।

সেই অবস্থায় বসিয়া বসিয়া আমার বাহ্যজ্ঞান লুপ্ত হইল। কিন্তু মনের মধ্যে এক অলৌকিক বাণী লাভ করিলাম। যাহার বেশির ভাগ অংশ যে সত্য, তাহা সকলেই মানিতে বাধ্য। যেটুকু এখনো বাস্তব হইয়া উঠে নাই তাহা অদুর ভবিষ্যতে যে সত্য হইবেই তাহাতে সন্দেহ নাই।

কী বাণী পাইলাম, জানিতে চাহেন? নিন তবে:
================= 
উড়তে জানে প্রজাপতি
সাঁতার জানে ডোবারম্যান।
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে সিলিং ফ্যান।।
=================

প্রথম তিন লাইন দেখিলেই বুঝিবেন, বাণীটি কতখানি সত্য। শেষ লাইনটা কেবল ইমানদার ইনসানদের বেলাতেই সত্য। যারা ঈমান আনিবেন, তাঁদের সকলের মাথার উপর ভবিষ্যতে সিলিং ফ্যান দিবার নিশ্চয়তা দেওয়া হৈতেছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন