আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

রবিবার, ১৫ জানুয়ারী, ২০১২

লিংকিন পার্ক - ৩৪


১. 
ক্যাথলিক ধর্মযাজকদের স্বভাবসিদ্ধ, ঐতিহ্যবাহী ও অপ্রতিরোধ্য বালকপ্রীতি আর বিস্ময় জাগায় না। কিন্তু ২৮০ বার বালকগমনের কথা স্বীকার করা এক ধর্মযাজক যখন বলে, সে জানতো না এটা ভুল কাজ, তখন চমকে উঠে বলতেই হয়, "হালায় কয় কী!" তবে আরেক ধর্মযাজক আর যা-ই হোক, শিশুধর্ষণ করেনি। যৌনচর্চার কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে গোপনে এক মেয়ের সঙ্গে মিশে দুই সন্তানের পিতা হয়েছে। 

২.
ইসলামে জোর-জুলুম বলে কিছু নেই। ইসলাম শান্তি ও সহনশীলতার ধর্ম। আরও একটি উদাহরণ।
(লিংকম্যান: মুসাফির) 

৩. 
ঈশ্বর বনাম নাস্তিকেরা। মজাদার ভিডিও-কার্টুন। 
(লিংকম্যান: অবর্ণন রাইমস)

৪. 
বোন! তুমি কি পুরুষের সঙ্গে কাজ করছ? হে মুসলিমাসকল, তোমাদিগের কল্যাণ কামনার উত্তেজনায় (কামনা শব্দটার উৎপত্তি কিন্তু 'কাম' থিকা! অতএব খুব খিয়াল কৈরা!) থিরথির করিয়া কাঁপিতেছে এক ঈমানদাঁড় মমিন।
(লিংকম্যান: দুষ্ট বালিকা) 

৫.
ভামদেবের ওই হাবা মুখে মারলো কালি > শিশু, তরুণ, বৃদ্ধ লাগাও জোরসে তালি। 
(লিংকম্যান: মুসাফির) 

৬. 
খ্যাতনামা ব্লগিং প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেসের লিড ডেভেলপার Mark Jaquith একটি দীর্ঘ নিবন্ধে বর্ণনা করেছেন ধর্মবিশ্বাস ত্যাগ করে নাস্তিক হবার কাহিনী। অত্যন্ত সুখপাঠ্য এই লেখার শুরুর দিকে সম্ভাব্য আস্তিক পাঠকদেরকে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন:
I should warn you that if you are a person of faith, I’ll probably offend you gravely with this tome. Make no mistake: I have no compunctions about doing so. I’m not one to hide the truth behind deferential embroidery. Still, if you are the type who is likely to take offense and refuse to continue reading, it would be most courteous of me to offend you early on, so as to respect your valuable time.
To that end: God is almost certainly a lie, religion is a scourge upon the world, and you are wasting your life with a cultish devotion to nonsensical superstitions and soul-crushing dogmas. Also, you don’t have a soul. 

৭. 
খুবই দুর্গন্ধযুক্ত ছবি। চোখ-বন্ধ-করলে-প্রলয়-বন্ধ-হয়ে-যায় ধাঁচের বক্তব্য। নিশ্চয়ই মমিন কেবলামুখী হয়ে নেই এই ছবিতে। (লিংকম্যান: থাবা বাবা)

৮. 
নাস্তিকদের বিরুদ্ধে মুসলিমদের নিত্য অভিযোগ: আপনারা ধর্ম বা আল্লায় বিশ্বাস করেন না, ভালো কথা, কিন্তু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ কেন করেন? এই প্রশ্নের দন্ত-বিধ্বংসী জবাব দিয়েছেন খ্যাতনামা ব্লগার আলি সিনা।

৯. 
ব্যক্তিগত একখান মতামত ঝাড়ি। গাইল দিয়েন না, প্লিজ
বাংলাদেশের অধিকাংশ কবির কবিতা পড়লে আমার মনে হয়, কবিতার মাধ্যমে ভাব প্রকাশের চেয়ে ভাব নেয়াটাই তাদের কাছে মুখ্য। তারা মনে করে, কবিতা সহজবোধ্য হলে তা কাব্যমানসম্পন্ন হতে পারে না এবং শুধু তা-ই নয়, কবিতায় ছন্দ ও অন্ত্যমিল রাখাটা আধুনিকতার পরিপন্থীও।
আসলে ঈশ্বর বিষয়ে ছন্দ- ও অন্ত্যমিলসম্পন্ন একখানা সহজবোধ্য ইংরেজি কবিতা পড়ে ওপরের বকবকটা করতে ইচ্ছে হলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন