কিছু আস্তিক আছে, ধর্মের অসারতা ও ক্ষতিকারক দিকগুলো যারা হয়তো উপলব্ধি করতে পারে, কিন্তু বিশ্বাস ত্যাগ করার মতো দুঃসাহস তাদের হয় না। তারা তখন নেয় অদ্ভুত এক অবস্থান: নিজেদেরকে বিশ্বাসবন্দী অবস্থায় রেখে উদারপন্থী ও প্রগতীবাদী হবার (বা দেখানোর) প্রয়াস লক্ষ্য করা যায় তাদের ভেতরে। কিন্তু সেটি যে ধর্মবিশ্বাসের চেয়ে কম হাস্যকর নয়, সেটা তাদের মাথায় সেঁধোয় না।
একটা মজাদার ভিডিও দেখলাম। নাম পড়েই আমার মুখের হাসি প্রসারিত হলো কান অব্দি: Why I Hate Religion, But Love Jesus. এই পরস্পরবিরোধিতা পচানোর পরম মওকা পুরোদমে ব্যবহৃত হচ্ছে এখন। যথারীতি অনেক প্যারোডি বেরিয়ে গেছে ইউটিউবে, TheAmazingAtheist বানিয়েছেন পোক্ত প্যাঁদানিমণ্ডিত ভিডিও...
এই প্রসঙ্গেই রচিত মজাদার কিছু পরস্পরবিরোধিতাসুচক প্যারোডি বাক্য পেলাম:
I hate comic books, but I love Batman.
I hate fairy tales, but I love Mother Goose.
I hate The Office, but I love Michael Scott.
I hate Disney movies, but I love The Lion King.
I hate Pixar, but I love Toy Story.
I hate Italian food, but I love spaghetti.
I hate soda, but I love Dr. Pepper.
I hate reading, but I love books.
I hate cartoons, but I love Thundercats.
I hate Apple, but I love the iPhone.
I hate Toyota, but I love the AE86.
I hate Nike, but I love Dunks.
I hate videogames, but I love Mario and Sonic.
এখন দেখুন একই বক্তব্যের তিনটি পোস্টার। এসবে ব্যবহৃত হয়েছে মূল ভিডিও-নির্মাতার ছবি:
এই একই বিষয়ে আরও অসংখ্য পোস্টার পাওয়া যাবে এখানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন