রবিবার, ২২ জানুয়ারী, ২০১২

লিংকিন পার্ক - ৩৫


১. 
(লিংকম্যান: থাবা বাবা) 

২. 
সত্যি কথা কইলে পাবলিকে বেজার তো হয়ই, অনেক সময় কথকরে জরিমানাও দিতে হয়। এক পোলিশ গায়িকা বাইবেলরে মাতাল ও গাঁজাখোরদের লেখা বই কইসিল বইলা আদালত ১৪৫০ ডলার ফাইন করসে তারে।

৩.
ডিভোর্স: ইরানিয়ান স্টাইল। সোয়া এক ঘণ্টার ডকুমেন্টারি। মূলত স্ত্রীর অধিকার (পড়ুন স্ত্রীর অধিকারহীনতা) নিয়ে এই ছবি ১৯৯৮ সালে নির্মিত হলেও তা এখনও বাস্তব, কারণ ইরানে দ্বীনের আলো আরও গাঢ়তর হয়ে উঠেছে এই সময়ে।

৪. 

৫.
বৌদ্ধধর্ম বিষয়ে যাদের পুতুপুতু দুর্বলতা আছে, তাদের উচিত হবে এই লেখাটি এবং অতি অবশ্য সেটির মন্তব্যগুলো পড়ে জেনে নেয়া। আরেকটা ব্যাপার লক্ষ্য করলাম: বিশ্বাস বিষয়ক গোঁড়ামির ক্ষেত্রে মমিন বৌদ্ধদের সঙ্গে অন্য ধর্মের গড়পগড়তা মমিনদের কোনও পার্থক্য নেই। তারাও বাকিদের মতোই গোঁড়া ও অন্ধভক্তিতৃপ্ত।

৬.
পরকালে বিশ্বাস নেই বলে নাস্তিকদের কাছে এই জীবনের কোনও অর্থ নেই: এমন উৎকট ধারণা পোষণ করে থাকে বিশ্বাসীরা। প্রাসঙ্গিক একটি রচনা ওয়াশিংটন পোস্ট থেকে। 

৭. 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন