বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১২

সতেজ, সক্রিয় evil little thing


ক'দিন আগেই লিখেছিলাম ষোলো বছর বয়সী এক আমেরিকান নাস্তিক-বালিকার কথা, যে তার স্কুলে অসাংবিধানিকভাবে ঝোলানো প্রার্থনা-বোর্ড অপসারণ করতে আদালতের শরণ নিয়ে বিজয়ী হয়েছে। মমিন খ্রিষ্টানেরা যথারীতি বেজায় রুষ্ট। তাদের অকথ্য গালিগালাজের কথা তো আগের পোস্টেই উল্লেখ করা হয়েছে। এখন শুনুন আরেকটি সংবাদ: এক সরকারী অফিসার তাকে অভিহিত করেছে evil little thing বলে! 

তবে মেয়েটি বড়োই সপ্রতিভ। সে তার ইউটিউব চ্যানেলের নাম দিয়েছে AnEvilLittleThing
সে এখন ছোটোখাটো এক সেলেব্রিটি। www.reddit.com/r/atheism-এ তাকে করা কিছু প্রশ্নের ভিডিও-উত্তর দিয়েছে সে। প্রচণ্ড ঝড়ঝাপ্টা তাকে এতোটুকু হতোদ্যম করতে পারেনি। সে এখন আরও বেশি সতেজ, সক্রিয়। 


এই প্রসঙ্গে মমিন খ্রিষ্টানদেরকে অ্যায়সা পোন্দন পোন্দাইসে TheAmazingAtheist, না দেখলে পুরাই মিস!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন