jesus and mo নামের একটি সাইটে নিয়মিতভাবে যিশু, মুহম্মদ এবং এক অদৃশ্য বারমেইডের সংলাপসম্বলিত কার্টুন প্রকাশ করে থাকেন যে কার্টুনিস্ট, তিনি ১১ ফেব্রুয়ারিতে ইংল্যান্ডে অনুষ্ঠিত Rally To Defend Free Expression-এ চমৎকার একটি বক্তৃতা দিয়েছেন। সেখান থেকে কয়েকটি বাক্য উদ্ধৃত করছি:
অনাগত বহু বছর ধরে আমরা আপনাদের পবিত্র গ্রন্থগুলোকে সমালোচনা করেই চলবো, তীব্রভাবে বিদ্রূপ করবো আপনাদের নবী-রসুলদের, আপনাদের গভীর বিশ্বাস নিয়ে হাসাহাসি করবো। চাইলে আমাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করতে পারেন। পারেন উপেক্ষা করতে। অথবা একই ধাঁচে আপনারা আপনাদের নিজের মতো করে বিদ্রূপ ও হাসাহাসির মাধ্যমে আমাদের জবাব দিতে পারেন।
তবে আমাদের মুখ আপনারা বন্ধ করতে পারবেন না।
ঠিক যেন ধর্মকারীর কথা! বক্তৃতাটি পুরো পড়তে চাইলে এখানে গুঁতোতে হবে।
এই কার্টুনিস্টের একটি প্রাসঙ্গিক কার্টুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন