লিখেছেন বরুণ দাস
নবী মোহাম্মদ তার মৃত্যুর পর তার স্ত্রীদের বিবাহ নিষিদ্ধ করেছিলেন। নিজে জীবিত থাকতে বহু নারীর সাথে থেকেছেন, অথচ তার মৃত্যুর পর তার স্ত্রীরা অন্য পুরুষের সাথে সংসার করবে এটা তার সহ্য হয়নি। এমন স্বার্থপর একজন নাকি আবার নারীদের অনেক সম্মান দিয়েছেন। তার এই নীতির ফলে তার কতজন স্ত্রীর কত বছর নিঃসঙ্গ থাকতে হয়েছে তার একটি তালিকা দেখুন:
সওদা: মৃত্যুবরণ করেন ৫৩ হিজরীতে। মানে ৪২ বছর সঙ্গীহীন কাটিয়েছেন।
আয়শা: ১১ হিজরীতে বয়স ১৬ বছর। মৃত্যুবরণ করেন ৫৮ হিজরীতে ৬৩ বছর বয়সে। মানে বিধবা অবস্থায় কাটান ৪৭ বছর।
হাফসা: ১১ হিজরীতে বয়স ২৭ বছর। মৃত্যবরণ করেন ৪৫ হিজরীতে ৬১ বছর বয়সে। মানে ৩৪ বছর বিধবা অবস্থায় কাটিয়েছেন।
সালমা: ১১ হিজরীতে বয়স ৩৫, মৃত্যুবরণ করেন ৬১ হিজরীতে ৮৫ বছর বয়সে। মানে বিধবা অবস্থায় সঙ্গীহীন কাটাতে হয়েছে ৫০ বছর।
যয়নব: ১১ হিজরীতে বয়স ৪০, মৃত্যুবরণ করেন ২০ হিজরীতে ৫০ বছর বয়সে। মানে সঙ্গীহীন থাকেন ১০ বছর।
জুহারিআ: ১১ হিজরীতে বয়স ২৬ বছর, মৃত্যুবরণ করেন ৫০ হিজরীতে ৬৫ বছর বয়সে। মানে বিধবা অবস্থায় কাটান ৩৯ বছর।
হাবিবা: ১১ হিজরীতে বয়স ৩৯ বছর। মৃত্যুবরণ করেন ৪৪ হিজরীতে ৭২ বছর বয়সে। মানে ৩৩ বছর সঙ্গীহীন কাটান।
সাফিয়া: ১১ হিজরীতে বয়স ২১ বছর। মৃত্যুবরণ করেন ৫০ হিজরীতে ৬০ বছর বয়সে। মানে বিধবা অবস্থায় কাটান ৩৯ বছর।
মায়মুনা: ১১ হিজরীতে বয়স ছিল ৪০ এবং ৮০ বছর বয়সে ৫১ হিজরীতে মারা যান, তার মানে বিধবা অবস্থায় ৪০ বছর একা কাটিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন