গণহত্যা, সন্ত্রাস, আত্মঘাতী হামলা বা ইত্যাকার বর্বরতাময় অপকর্ম না করা পর্যন্ত কোনও আস্তিক 'জঙ্গি' আাখ্যা পায় না। তবে একজন নাস্তিকের জন্য এই খেতাব কিন্তু বড়োই অনায়াসলভ্য। ওপরোক্ত 'মহান' কর্মগুলো সাধন করার প্রয়োজন তার নেই; শুধু নিচের অন্তত একটি বিষয়ে উচ্চকণ্ঠ হলেই 'জঙ্গি' তকমাপ্রাপ্তি ঘটবে তার:
- ঈশ্বরের অস্তিত্বের প্রশ্নাতীত প্রমাণ চাইতে হবে।
- তথাকথিত এশী কিতাবগুলোয় উল্লেখিত অমানবিক ও নারীবিদ্বেষী বিষয়গুলোর বিশ্লেষণ দাবি করতে হবে।
- এশী কিতাবগুলোর জলজ্যান্ত অসঙ্গতি তুলে ধরতে হবে।
- ধর্মগুলোর ক্ষতিকারক দিকগুলো আঙুল উঁচিয়ে দেখিয়ে দিতে হবে।
- ধর্মগুলোর রক্তাক্ত ইতিহাস তুলে ধরতে হবে।
- প্রেরিত পুরুষ হিসেবে দাবি করা ভণ্ড বা মানসিক বিকারগ্রস্ত নবী-রসুলের চরিত্র প্রশ্নবিদ্ধ করতে হবে তাদেরই জীবনাচরণ উদ্ধৃত করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন