আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১২

নবীকেশদর্শন নবকেশোদ্গমের মতোই উত্তেজক


ক'দিন আগেই ইসলামের নবীর ব্যবহৃত বদনা মোবারকের ছবি প্রকাশ করা হয়েছে ধর্মকারীতে। আজ প্রথম আলোয় প্রকাশিত একটি তথ্য বিবরণীতে জানা গেল, বাংলাদেশে তার দাড়ি মোবারক প্রদর্শিত হয়েছে। 
পড়ে নেয়া যাক পুরো ব্যাপারটা। হলুদ রং দিয়ে হাইলাইট করা অংশগুলো আমার মন্তব্য।

হজরত মুহাম্মদ (সা.) এর পবিত্র দাড়ি মোবারক প্রদর্শনী

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র দাড়ি মোবারক (নবীর সবকিছুই হালায় পবিত্র! বিশ্বাস হয় না? এই পোস্টে দেখুন: তার পবিত্র থুতু মোবারক, পবিত্র মুত মোবারক, পবিত্র ঘাম মোবারক, তার কুলি করা পবিত্র পানি মোবারক, পবিত্র রক্ত মোবারক, নাকের পবিত্র শিকনি মোবারক...) গতকাল শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রদর্শন করা হয়। তুরস্ক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ইস্তাম্বুলের তোপকাপি জাদুঘর থেকে পবিত্র দাড়ি মোবারক আনা হয়। 

বাংলাদেশে প্রথমবারের মতো দাড়ি মোবারক প্রদর্শনী দেখে মুসল্লিরা মহানবী (সা.)-এর মোহাব্বতে আবেগাপ্লুত হন (মুখের দাড়ি দেইখাই মোহাব্বত! অন্য অঙ্গের কেশ দেখলে কী হইতো, ভাইবা ডরাইতেসি!)

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে একই স্থানে চলছে মহানবী (সা.)-এর জীবনীভিত্তিক পোস্টার ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রদর্শনী। ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রদর্শনীর শেষ দিন আজ শনিবার।

প্রদর্শনীতে রাসুল পাক (সা.)-এর পবিত্র চুল, জুতা, চপ্পল, দন্ত মোবারক সংরক্ষণের পাত্র ও সিন্দুক, অজুর জন্য ব্যবহূত পানির বোতল (বদনা কইতে শরম পাইসে, মনে হয়), কবরের আচ্ছাদন ইত্যাদির আলোকচিত্র স্থান পায়। এ ছাড়া হজরত ফাতিমা (রা.) ও হজরত হুসাইন (রা.)-এর পোশাক, ইউসুফ (আ.)-এর পাগড়ি, হজরত উসমান (রা.) ও খালিদ বিন ওয়ালিদ (রা.)-এর তরবারি এবং কাবাঘরের তালা-চাবির আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। তথ্য বিবরণী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন