স্কুলে ঝুলন্ত সংবিধানবিরুদ্ধ প্রার্থনাবোর্ড সরানোর দাবিতে আদালতের আশ্রয় নিয়ে সফলকাম হয়ে বিশ্বাসবাজদের ঘৃণা অর্জন করতে পেরেছে আমেরিকার এক নাস্তিক স্কুলবালিকা। তাকে মৃত্যুহুমকিও দেয়া হয়েছে। অথচ দৃঢ়চেতা, নির্ভীক এই খুদে বালিকা যেভাবে এসবের মুখোমুখি হয়েছে এবং হচ্ছে, তা রীতিমতো মুগ্ধতাজাগানিয়া ও অনুকরণীয়।
সিএনএন-এ প্রচারিত হয়েছে এই evil little thing-এর সাক্ষাৎকার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন