রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১২

ঈশ্বর শয়তান ভালোবাসা


- ভালোবাসে।
- বাসে না।
- বাসে।
- বললাম তো, বাসে না! - বলে শয়তান জিভ বের করে ভ্যাংচালো ঈশ্বরকে।
- তোমার এমন ধারণার কারণ? - ঈশ্বর জানতে চাইলো। - কেন তোমার মনে হয়, জোভ আমাকে ভালোবাসে না? সে তো বিধান মেনেই জীবনযাপন করছে, পাপকর্ম থেকে দূরে রেখেছে নিজেকে। আমার প্রতি কোনও অভিযোগও নেই তার।
শয়তান হেসে বললো:
- অভিযোগ সে করবেই বা কেন! তার আছে সাত হাজার ভেড়া, উট প্রায় হাজার তিনেক, আরও আছে অসংখ্য গরু, গাধা... তুমি নিজেই ভেবে দ্যাখো, অভিযোগ করার কোনও কারণ তার আছে কি?

কোনও যুক্তি দেখাতে পারলো না ঈশ্বর।
- আমার সামনে থেকে দূর হও তো, শয়তান! - ঈশ্বর বললো চিৎকার করে।
- হবো না! তুমি তো স্পষ্টই জানো, আমি সত্যি কথা বলেছি।
- ঠিক আছে, মেনে নিচ্ছি। - বললো ঈশ্বর। - তাহলে এখন দ্যাখো!
জোভের সমস্ত সম্পদ ঈশ্বর পুড়িয়ে ফেললো।

তবু কোনও অভিযোগ করলো না জোভ। শুধু বললো:
- ঈশ্বর দিয়েছিল, ঈশ্বরই নিয়ে গেছে।
লজ্জায় পড়ে গেলে শয়তান, বললো:
- তুমি জিতেছো। আমার কাছে তোমার পাওনা রইলো।
- না, তুমি আরও দ্যাখো। - বললো উৎফুল্ল ঈশ্বর।
তারপর হত্যা করলো জোভের পরিবারের সবাইকে।
- ঈশ্বর দিয়েছিল, ঈশ্বরই নিয়ে গেছে, - বললো ঈশ্বরঅন্তপ্রাণ জোভ।
- আরও দ্যাখো, - বলে ঈশ্বর সম্ভাব্য সমস্ত রোগে আক্রান্ত করলো জোভকে।

- যথেষ্ট হয়েছে, থামো, - ঝরঝর করে কেঁদে ফেললো শয়তান। - তোমাকে সে ভালোবাসে। সত্যিই ভালোবাসে, কারণ সে নির্বোধ।

(বিদেশী গল্প অবলম্বনে)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন