আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১২

তোমায় হেরি যথাতথা


আল্যাফাকের অস্তিত্বের জুতসই প্রমাণ না থাকায় আস্তিকেরা আরবিতে খোদাই করা তার নাম খুঁজে পায় ইতিউতি, স্থানে-অস্থানে, পাত্রে-অপাত্রে। ইস্ক্রা রহমান এমন একটি 'প্রমাণের' ছবি ও তাতে নাস্তিকদের কিছু মন্তব্যের স্ক্রিনশট (মনে হচ্ছে, বলা উচিত ছিলো 'ইস্ক্রিনশট' ) পাঠিয়েছেন। 

একটি শিশুর কানের অস্বাভাবিকত্বকে মমিন ভাই-বোনেরা নিশ্চয়ই আল্যা প্রেরিত ইঙ্গিত বলে ধরে নিয়ে উল্লসিত হয়ে তার বন্দনায় মশগুল হয়ে উঠেছে অন্য কোনও লিংকে। তবে বর্তমান ছবিতে Masoom Sarkar-এর হাহাপগে মন্তব্যটি দ্রষ্টব্য। 


মজার ব্যাপার হচ্ছে এই যে, নিজস্ব মতবাদের সমর্থনসূচক ইঙ্গিত নাস্তিকেরাও পেয়ে থাকে। একেবারেই ক্ল্যাসিক এক ভিডিওতে দেখুন, এক নাস্তিক একটা তরমুজ কেটে... না, বাকিটা বলবো না। শুধু জানিয়ে রাখি: মাত্র দু'মিনিটের পরম পচান্তিস ভিডিও। রিপোস্ট।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন