প্রত্যেক ধর্মই অমানবিক। মানুষে মানুষে বিভেদ সৃষ্টিতে ধর্মগুলো সব সময়ই নিরঙ্কুশ অপ্রতিদ্বন্দ্বী। আর একই ধর্মের অনুসারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি ও লালনপালনে হিন্দুধর্ম অতুলনীয়।
হিন্দুধর্মের বর্বর বর্ণপ্রথা বিষয়ে মর্মবিদারী একটি ডকুমেন্টারির সন্ধান পেলাম। দেখতে পারিনি শেষ পর্যন্ত। বর্তমানে হিন্দুধর্মে 'অস্পৃশ্য' ধারণাটির অস্তিত্ব নেই বলে যারা দাবি করে, তাদের জন্য বানানো হয়েছে এই ডকুমেন্টারি।
বাস্তবতা হচ্ছে এই: বর্ণপ্রথার মতো অসভ্য, অমানবিক রীতি থেকে হিন্দুধর্ম মুক্ত হতে পারেনি আজও। এবং আমি মনে করি, যারা বিশেষ কোনও সম্প্রদায় বা গোত্রের মানুষদের অস্পৃশ্য মনে করে, তারা নিশ্চিতভাবেই মানসিক বিকারগ্রস্ত।
বাস্তবতা হচ্ছে এই: বর্ণপ্রথার মতো অসভ্য, অমানবিক রীতি থেকে হিন্দুধর্ম মুক্ত হতে পারেনি আজও। এবং আমি মনে করি, যারা বিশেষ কোনও সম্প্রদায় বা গোত্রের মানুষদের অস্পৃশ্য মনে করে, তারা নিশ্চিতভাবেই মানসিক বিকারগ্রস্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন