স-ভূমিকা লিংক পাঠিয়েছেন অবর্ণন রাইমস
এক ইহুদি মোল্লা, অর্থাৎ র্যাবাই, আত্মবিশ্বাসের সাথে বয়ান করেছেন, ডাইনোসরের যে ফসিলগুলো পাওয়া গেছে, সেগুলো আসলে ভুয়া, প্লাস্টিকের তৈরি। আবার বলছেন এক পূর্বসূরি র্যাবাইয়ের কথা, যিনি বিজ্ঞানীদের দোষারোপ করেছেন যে, তারা ডাইনোসরের বিলুপ্তির জন্য নূহনবীর তথাকথিত "মহাপ্লাবনকে" কেন হিসেবে আনছেন না! তারপর বক্তব্যদানকারী র্যাবাইয়ের এক অসাধারণ ব্যাখ্যা: এই "মহাপ্লাবনে" নাকি সকল জীবকে ডুবিয়ে মারা হয়নি, বরং ফুটন্ত পানিতে সিদ্ধ করা হয়েছিল। এবং তারপর সেরা অংশ! ৪০ দিন ধরে ফুটন্ত পানিতে সেদ্ধ করার কারণে নাকি ডাইনোসরের হাড় ফসিল হয়ে গিয়েছে!!!
হাসিব, নাকি কান্দিব!!!
প্রিয় ইউটিউবার জনিভার্সিটি উপভোগ্যভাবে এই র্যাবাইকে ন্যাংটো করেছেন ১১ মিনিট পঞ্চাশ সেকেন্ডের ভিডিওতে। তুলনাহীন তাঁর উপস্থাপন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন