এদের জারিজুরি ফাঁস করে দিতে যে ব্যক্তিটি নিরলরস, তাঁর নাম Sanal Edamaruku - ভারতের Rationalist International-এর প্রতিষ্ঠাতা-সভাপতি। Indian Rationalist Association-এর সভাপতিও তিনি। সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনার জন্ম তিনি দিয়েছিলেন ২০০৮ সালে। লাইভ টিভি শোতে এক তান্ত্রিককে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তিনি। চুক্তি হয়েছিল, তন্ত্র-মন্ত্রের জোরে তন্ত্র-গুরু Sanal Edamaruku-কে মেরে ফেলবেন। ফলাফল কী, তা তো সহজেই অনুমেয়। ব্যর্থ হয়ে তান্ত্রিক ঘোষণা দিয়েছিলেন, কোনও অতীব ক্ষমতাধর ভগবান Sanal Edamaruku-এর নিরাপত্তা বিধান করছে
এবারে ভারতের কোন এক ক্যাথলিক চার্চের যিশুর মূর্তি থেকে টপটপ করে পানি পড়ার 'অলৌকিক' ঘটনার রহস্যভেদ করলেন তিনি। ভিডিওটা হিন্দিতে, যে-ভাষা আমি খুবই কম বুঝি। তারপরেও ঘটনা বুঝতে বেগ পেতে হয়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন