১.
নিজের একান্ন বছর বয়সে ছয় বছর বয়সী আয়েশাকে বিয়ে করে তিন বছর পরে তাকে শয্যাসঙ্গিনী বানিয়ে মহানবী ইছলামী যে-আদর্শ স্থাপন করে গিয়েছিলেন, তার অনুসারীদের কেন যে অপদস্থ করা হয়! আট বছরের মেয়ের সঙ্গে এই সুন্নত পালন করতে গিয়ে এক ইমামকে গ্রেপ্তার হতে হলো! এটা মেনে নেয়া যায় না।
(লিংকম্যান: বোকা বলাকা)
২.
চতুর্থ শ্রেণীর ছাত্রীর সঙ্গে সুন্নত পালনের উদ্যোগ নিয়ে আরেক ইমামকে কেন আইনের মুখোমুখি হতে হবে! ইসলামের চেয়ে বড়ো আইন আছে নাকি!
এই খবর প্রসঙ্গে সত্যের পূজারির মন্তব্য:খবর: রাজউক কলেজে বোরকা পরিহীতাদের ঢুকতে দেননি অধ্যক্ষ।ঈমানদার বান্দা: কী? শুয়োরের বাচ্চার এত্তোবড় সাহস, আল্লার আইনের বিরুদ্ধে কথা বলে? জবাই কর শালারে।খবর: শিশু ধর্ষনের অভিযোগে ইমাম গ্রেফতার।ঈমানদার বান্দা: নাউজুবিল্লাহ!! হুজুরে কামডা ক্যামনে করলো? না না ঠিক হয় নাই, আল্লা হুজুরকে বুঝ দান করুক। (আমিন)ফলাফল: হুজুর জান্নাতে আর অধ্যক্ষ জাহান্নামে।
৩.
দশ বছরের শিশুকে পায়ে শেকল আর ঘাড়ে গাছের গুঁড়ি দিয়ে টানা তিন দিন শাস্তি দেওয়া হলো কোথায়? অবশ্যই ছহীহ ইছলামী কুশিক্ষাপ্রতিষ্ঠান মাদ্রাসায়।
৪.
ইছলামের আদর্শে দীক্ষিত শহীদ মিনার ভেঙে পুকুরে ফেলে দিয়েছিল এক ছহীহ ইছলামী কুশিক্ষাপ্রতিষ্ঠান মাদ্রাসার অধ্যক্ষ। অথচ ইসলাম মেনে চলার কারণেই তাকে গ্রেপ্তার করা হলো!
৫.
পরীক্ষার হলে ছাত্রীদের ছবি তুলছিল এক মাওলানা। তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
(লিংকম্যান: হাঁটুপানির জলদস্যু)
৬.
(লিংকম্যান: হাঁটুপানির জলদস্যু)
৭.
জঙ্গি হামলার পরিকল্পনার দায়ে ৬ বাংলাদেশীসহ মোট ৯ জন মুসলিমকে বিভিন্ন মেয়াদে মোট ১০০ বছরের কারাদণ্ড দিয়েছেন ব্রিটেনের একটি আদালত। লিংকে গিয়ে এদের নূরানী খোমামোবারক দর্শন করা ফরজে আইন।
৮.
ব্যক্তিস্বাধীনতা বলে কিছু নেই ইসলামে। না, নাস্তিকদের মনগড়া কথা এটা নয়। এ কথা বলেছে ইসলামবাজ। মিসরের রাষ্ট্রপতি নির্বাচনের এক প্রার্থী। সামরিক বাহিনীর আইনকানুনেরর সঙ্গে ইসলামী নিয়ম-বিধানের প্রচুর সাযূজ্য আছে।
৯.
(লিংকম্যান: N.c. Neel) ১০.
নিজেরাই মসজিদের ক্ষতিসাধন করে খ্রিষ্টাদের ওপরে দোষ চাপানোর ইছলামী ষড়যন্ত্র ধরা খেয়ে গেছে।
১১.
মুসলিম দেশ মালদ্বীপের কোনও মেয়ে বিদেশীকে বিয়ে করতে পারবে না, যদি সেই বিদেশী যথেষ্ট ধনবান না হয়। প্রেম-ভালোবাসার কোনও বেইল নেই।
১২.
নারী, তোমার স্থান অন্দরমহলে। বহির্বাটিতে তোমাকে দেখলেই আমরা হামলা চালাবো। আমরা ইসলাম মেনে চলি।
১৩.
নারীদের অধিকার দাবি করে মুসলিমদের তোপের মুখে পড়লেন সুদানীয় বিরোধী দলীয় নেতা।
১৪.
চৌদি আজবে নারীদের কাজের অধিকার দেয়া হয়েছে, তবে অভিভাবক গোত্রীয় পুরুষের অনুমতি লাগবে। অনেকটা এই কার্টুনের মতো।
১৫.
মুসলিম ব্রাদারহুড স্পষ্টতই একটি সন্ত্রাসবাদী সংগঠন। যদিও নিজেদেরকে মডারেট প্রমাণ করায় তুমুল প্রয়াস চালিয়ে যাচ্ছে তারা ইদানীং, তবে তাদের এক প্রাক্তন সদস্যা সংগঠনটির ইতরামির বৈচিত্র্য ও ব্যাপকতা ফাঁস করে দিয়েছে একটি বই লিখে।
১৬.
এদিকে মুসলিম ব্রাদারহুডের বর্তমান এক নেত্রী দারুণ একটা কথা বলছে: নারীরা কেন মিটিং-মার্চে অংশ নেবে! তাদের ঘরে কি বাপ-ভাই-স্বামী নেই... তাদের রক্ষা করতে? কোনও নারী এসবে অংশ নিলে তার মর্যাদা ক্ষুণ্ণ হয়।
১৭.
পুরুষ-নারীর বিচ্ছিন্নকরণে (Segregation) ইসলাম সব সময়ই অতুলনীয়। ছেলে আর মেয়েদের স্কুল-কলেজ আলাদা তো বটেই, এখন তাদের জন্য পাঠ্যপুস্তকও হবে ভিন্ন ভিন্ন। সিদ্ধান্ত নিয়েছে ইরানের সরকার।
১৮.
ফতোয়া: প্রমীলা ফুটবল নিষিদ্ধ।
১৯.
অধিকারবঞ্চিত মুসলিম নারীদের যে-অধিকারগুলো দেয়া হয়েছে দয়া করে, সেগুলোও কাটছাঁট করা হয়েছে ইসলামী দলগুলোর দাবির মুখে।
২০.
গত ফেব্রুয়ারি মাসে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় মুসলিম জঙ্গিদের অবদান:
সর্বমোট আক্রমণ: ১৬০ (দিনে গড়ে ৫টিরও বেশি)
নিহত: ৭৮৩ (দিনে ২৬ জন)
গুরুতরভাবে আহত: ১৩২৯ (দিনে ৪৪ জন)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন