বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১২

হা-হা-হাদিস – ৩০


হে ঈমান্দার বান্দাসকল, তোমাদের জন্য অজস্র রসময় কথা গুপ্ত রহিয়াছে হাদিস শরিফে।
- সহীহ আল-ধর্মকারী

কোনও মাস অর্থাৎ সময় ক্যামনে পবিত্র হইতারে, সেইটার গ্রহণযোগ্য কোনও ব্যাখ্যা না থাকলেও মুসলিমেরা রমজানরে পবিত্র মাস মনে করে। আর আপনেরা কি জানেন যে, ইচলামের পেয়ারে নবী কইসে, এই পবিত্র মাসে বেহেশতের দরজা খুইলা দেওয়া হয় আর বন্ধ কইরা দেওয়া হয় দোজখের দরজা? দোজখের দরজা আছে, সেইটা নাহয় বুঝলাম, কিন্তু বেহেশতের দরজা থাকার মানে তো এইটাই খাড়ায় যে, বেহেশত একটা সীমিত ও বদ্ধ স্থান, যেইটার দরজা এগারো মাস বন্ধ থাকে। সারা জীবন ছওয়াব কামাই কইরা মরনের পরেও হালায় পুরা স্বাধীনতা নাই। আহারে মমিন ভাইয়েরা! 

তবে সবচেয়ে মজার কথা হইলো, রমজান মাসে সব শয়তানরে (ইবলিস কয়জন আসলে?) চেইন দিয়া বাইন্ধা রাখা হয়। শুইনা মনে প্রশ্ন জাগে, বাকি মাসগুলায় এই বদগুলারে ছাইড়া দেওয়ার মানেটা কী! 

বুখারী শরিফের হাদিস:
Narrated Abu Huraira:
Allah's Apostle said, "When the month of Ramadan comes, the gates of Paradise are opened and the gates of the (Hell) Fire are closed, and the devils are chained."

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন