শুক্রবার, ৩০ মার্চ, ২০১২

ধর্মাতুল কৌতুকিম – ৩৮

১০৫.
তর্ক করে বিখ্যাত এক আস্তিক ঢুকলো এক বারে, বারম্যানকে অর্ডার দিলো: 
- এক পেগ হুইস্কি। 
বারম্যানের ভেতরে কোনও প্রতিক্রিয়া দেখা গেল না। আস্তিক গলা উঁচিয়ে বললো:
- আমার হুইস্কি কই? 
বারম্যান উত্তর দিলো: 
- হুইস্কি আপনার সামনেই আছে। আপনি দেখতে পাচ্ছেন না বলেই সেটা নেই, তা কিন্তু নয়।

১০৬.
- আত্মঘাতী হামলা করতে ব্যর্থ হয়ে কোনও মুসলিম মারা গেলে সে কি বাহাত্তরটা হুর পাবে? 
- না, সে পাবে বাহাত্তরটা শাশুড়ি।

১০৭.
এক যাজিকা (nun) মদের দোকানে গিয়ে বললো: 
- আমাকে এক বোতল ভোদকা দিন। 
মদ-বিক্রেতা চোখ কপালে তুলে জিজ্ঞেস করলো:
- আপনার ভোদকার প্রয়োজন কেন?
- চিকিৎসার জন্যে - জানালো যাজিকা। - আমাদের মাদার সুপিরিয়রের কোষ্ঠকাঠিন্য হয়েছে। আমি এই এক বোতল ভোদকা খেয়ে মাতাল অবস্থায় তাঁর সামনে গেলে তিনি নির্ঘাত হেগে ফেলবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন