বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১২

নাস্তিকের নির্মম প্রহারে খ্রিষ্টানের মৃত্যু


(আগে পোস্ট করা এই ভিডিওটার কথা হঠাৎ মনে যখন পড়লোই, ভাবলাম, ওটাকে রিপোস্ট করে দেয়া যেতে পারে।) 

হ্যাঁ, হ্যাঁ! বিশ্বাস না হলে ভিডিও দেখুন।

ব্রুস লী ছিলেন নাস্তিক। ১৯৭২ সালে যখন তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কি কোনও ধর্মের অনুসারী? তিনি বলেছিলেন, None whatsoever! নিদেনপক্ষে ঈশ্বরে বিশ্বাস আছে কি না তাঁর, জানতে চাওয়া হলে তিনি বললেন, To be perfectly frank, I really do not। তাঁর ছোট ভাই রবার্ট একই প্রশ্ন করে জবাব পেয়েছিলেন, I believe in sleeping।

পক্ষান্তরে চাক নরিস আপাদমস্তক সক্রিয় খ্রিষ্টান। তাঁর ওয়েবসাইটে একটু চোখ বুলিয়ে দেখুন।

Way Of The Dragon ছবিতে এই দু'জনের খালি হাতের লড়াইটি মূলত বড়োই গতানুগতিক। তবে ব্রুস লী-কে নাস্তিক এবং চাক নরিসকে খ্রিষ্টান ধরে নিয়ে দেখলে তা পরম উপভোগ্য হয়ে ওঠে 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন