রবিবার, ১৮ মার্চ, ২০১২

কণ্ঠ কালের > ভাব আবালের

অনেকেই হয়তো পড়েছেন বা জেনে গেছেন, বালের কালের কণ্ঠ পত্রিকা ছাগু-স্টাইলে ইসলামের 'মহিমা' প্রচার শুরু করেছে।

মমিন মুসলিমেরা বিশ্বাসোন্মুখ। ইসলামের যে কোনও মহিমাগাথায় তৎক্ষণাৎ বিশ্বাস স্থাপন করে আল্লাহপাককে ধন্যবাদ জানাতে তৎপর। এরা তথ্য-প্রমাণের ধার ধারে না, পরীক্ষা বা যাচাইয়ের প্রয়োজনীয়তাও বোধ করে না। কোনও সেলেব্রিটিকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছে, এমন একটি উড়ো খবর মহাসমারোহে প্রচার করলেই মমিনমহল মোনাজাতমুখর হয়ে ওঠে। সাম্প্রতিককালে যেমন উঠেছিল প্যারিস হিলটন, অ্যাঞ্জেলিনা জোলি, ফুটবলার কাকার ইসলাম গ্রহণের অপ্রমাণিত সংবাদে। 

ছাগুবাহিনী এক সময় ব্যাপকভাবে প্রচার করেছিল একটি সংবাদ: নিল আর্মস্ট্রং চাঁদে গিয়ে আজান শোনার পরে দ্বীনের পথে এসেছেন। বহু আগেই প্রমাণিত হয়েছে, সংবাদটি সম্পূর্ণভাবেই বানোয়াট ও ভুয়া। যদিও এখন অজস্র মমিন বিশ্বাস করে: মুসলিম হয়েছে আর্মস্ট্রং, আরও স্ট্রং হয়েছে ইসলাম।

আরেকটি ছাগু-প্রপাগান্ডা: নাসার নভোচারী সুনিতা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এটাও একেবারেই ভিত্তিহীন ও মুসলিমমস্তিষ্কপ্রসূত আবর্জনা এবং অনেক আগেই তা প্রমাণিত। অথচ "নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত" এই সংবাদই প্রকাশ করেছে কালের কণ্ঠ!

এই সংবাদের ভুয়াত্বের প্রমাণ: এক, দুই এবং প্রাসঙ্গিক কিছু আলোচনা। 

(লিংকগুলো পাঠিয়েছেন নিলয় নীল)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন