লিখেছেন রাশান ফুলকি
অমিত শক্তির বিষ্ফোরণে
সৃষ্ট, তুমিই যদি হও ঈশ্বর;
তবে বলতে দ্বিধা নাই -
আমিই তুমি এবং তুমিই আমি
আমাতে তুমি এবং
তোমাতে আমি বিলীন।
কিংবা অজ্ঞাত, দূ্র্জ্ঞেয় কোনো জ্ঞানে
অথবা অন্তরের নিগূঢ় কোনো ধ্যানে
সৃষ্ট, তুমিই যদি হও ঈশ্বর;
তবেও বলতে দ্বিধা নাই -
আমি ছাড়া তুমি অর্থহীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন