বুধবার, ৭ মার্চ, ২০১২

শিশু-ভিক্ষু


ধর্ম মানেই শিশুনির্যাতন। হ্যাঁ, অপরিণত মস্তিষ্কে ধর্মবিশ্বাসের অলীক, অবাস্তব ধারণা, মিথ্যে প্রলোভন ও ভীতি সত্য বলে ঢুকিয়ে দেয়াটা নিঃসন্দেহেই শিশুনির্যাতন। প্রত্যেক ধর্মের অনুসারীরাই গদগদ চিত্তে এই অপকর্মটি করে থাকে। 

নিচের ছবিতে দেখুন, অবোধ বৌদ্ধ শিশুকে এই বয়সেই ধর্মীয় রীতিতে ভিক্ষু বানানোর উদ্যোগ চলছে। প্রস্তুতি হিসেবে তার মাথা নেড়ে করে দেয়া হচ্ছে। 

অনেককে দাবি করতে শোনা যায়, বৌদ্ধধর্ম আসলে ধর্ম নয়, দর্শন। বড়োই তাজ্জব-লাগানো দাবি। শুধুমাত্র ধর্মের জন্য প্রযোজ্য যেসব আচার-প্রথা, সেই সব উৎকট ও বিদ্রূপহাস্যজাগানিয়া রীতিনীতির প্রচলন দর্শনের অনুসারীদের মধ্যে থাকবে কেন? 

অনেকেই হয়তো জানেন না, গৌতম বুদ্ধের মৃত্যুর মাত্র ৪০০ (হ্যাঁ, চারশো) বছর পরে তার রচনা ও দর্শন সংকলন-প্রক্রিয়া শুরু হয়। তাই সেই 'দর্শন' আদৌ গৌতমের কি না, তা নিয়ে ঘোর সংশয় প্রকাশের অবকাশ নিশ্চয়ই আছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন