ইসলামে বহুবিবাহ বিষয়ে এক ইমামের স্ত্রীর মতামত জানতে এক সাংবাদিক গিয়েছিল সেই ইমামের বাড়ি। প্রশ্ন শোনার পর স্ত্রী কথা শুরু করতেই তাকে থামিয়ে দিলো ইমাম-স্বামী। তারপর উত্তর দিতে শুরু করলো স্ত্রীর হয়ে। স্ত্রীর মুখ থেকে উত্তর শোনার জন্যে সাংবাদিকের পীড়াপীড়ি, হালকা বিদ্রূপ ব্যর্থ হলো। স্ত্রীকে কথা বলতে দিলোই না লির্লজ্জ ইমাম। কারণ "সে কিছু বললে সেটার ভুল অর্থ বের করা হবে"।
তিন মিনিটের ভিডিও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন