বোরখাবদ্ধ নারী যখন বোরখামুক্তির বিপক্ষে উচ্চকণ্ঠ হয়, সোচ্চার হয় শরিয়া আইনে নারীর অধিকারহীনতার 'মাহাত্য' বর্ণনায়, জানায় - শরিয়া আইন বস্তুত সম্মান ও মর্যাদা দেয় নারীকে, তখন আমার মতো ঘোর আশাবাদীও হতোদ্যম হয়ে পড়ে।
'শরিয়া কি নারীদমন আইন নয়' - এ বিষয়ক একটি প্রশ্নে এক প্রাক্তন মুসলিম মহিলা ও দুই মুসলিমা অংশ নিয়েছিলেন খ্রিষ্টানদের আয়োজিত টিভি-অনুষ্ঠানে। দেড় ঘণ্টার বিতর্ক। উৎসাহীরা দেখতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন