শনিবার, ১৭ মার্চ, ২০১২

পয়গম্বর ও পুরুষদের বচন


১. 
সূরা ১১৭, আয়াত ৪২০: "আই আক্কুয়াল আমসি সাকুর"
বাংলায়: ই ইকুয়াল এমসি স্কয়ার।
ইংরেজিতে: e=mc^2
তারপরও কি অবিশ্বাসীদের দিলে সিল মারা থাকবে?
- দিগম্বর পয়গম্বর

২. 
ইসলামে একজন ছেলে পৈত্রিক সম্পত্তিতে যতটুকু অধিকার পাবে, কন্যা তার অর্ধেক পাবে। এইখানে কন্যাদের একটু বেশি বেনিফিট দেয়া হয়েছে বলেই আমার মনে হয়। একজন পুরুষ যদি চারজন নারীকে কবজা করতে পারে, তাহলে একজন ছেলে যে পরিমান সম্পদ পাবে, তার চারভাগের এক ভাগ মেয়ের পাওয়া উচিত ছিল। 
- পূর্ব পুরুষ 

৩. 
পৃথিবীতে অনেকগুলো ধর্ম রয়েছে এবং প্রতিটি ধর্মই দাবি করে, সেই ধর্ম বাদে আর বাকি সব ধর্মই ভুল। যেহেতু সবগুলো ধর্ম একসাথে সঠিক হওয়া সম্ভব নয়, কাজেই সবগুলো ধর্মই ভুল। 
- মহা পুরুষ  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন