শিশুমস্তিস্কে ভিন্নধর্মাবলম্বী বা বিধর্মীদের প্রতি ঘৃণার বিষ ঢুকিয়ে দিতে ধর্ম অতুলনীয়। ছোট্ট একটি উদাহরণ: ইসলাম ধর্মে শিশুকে তার পিতা/মাতা/অভিবাবক বা শিক্ষক শিখিয়ে দেয়, মুসলিম মারা গেলে 'ইন্না লিল্লাহ...' পড়তে হয়, তবে কোনও অমুসলিমের মৃত্যুতে পড়তে হয় তাকে দোজখবাসী বানাতে আল্লাহর প্রতি প্রার্থনা জানানো একটি আয়াত।
কী অপূর্ব ধর্মশিক্ষা, তাই না? নিচের ছবিতে দেখুন, শিশুদেরকে জানানো হচ্ছে, ধর্ম-উদাসীন বৃদ্ধকে সিঁড়ি দিয়ে ফেলে দেয়া যেতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন