বুধবার, ১৪ মার্চ, ২০১২

সিরিয়ালে ধর্মপোন্দন


অত্যন্ত সূক্ষ্ম হাস্যরসের একটি ব্রিটিশ সিরিয়ালের নাম Coupling. আমি কিন্তু একেবারেই সিরিয়াল-ভক্ষক নই। তবে এই সিরিয়াল গিলেছি গোগ্রাসে, সংগ্রহেও রেখেছি কয়েকটা এপিসোড। Friends-মুগ্ধদের একটু খুঁচিয়ে দিই: Friends-এর পোটা পাঁচেক এপিসোড দেখে এর হিউমার আমার কাছে Coupling-এর হিউমার তুলনায় অনেক অপরিশীলিত মনে হয়েছে বলে আমাকে তা আর টানেনি। বস্তুত ব্রিটিশ হিউমারের পাশে দাঁড়ানোর যোগ্যতা আমেরিকান হিউমার এখনও অর্জন করতে পারেনি। এই যেমন, ব্রিটিশ Coupling-এর আমেরিকান ভার্শনও নির্মিত হয়েছে। তবে সেটা পাতে তোলার যোগ্য নয় বলেই মনে হয়েছে আমার।

Friends-ভক্তরা, আমারে গাইল দিয়েন না, এইটা একান্তই আমার মতামত এবং আমার মতামতের উপর কিছুই নির্ভর করে না  তবে Coupling-এর অন্তত প্রথম তিনটি এপিসোড দেখে আমার কথার সত্যতা যাচাই করুন।

তো এই সিরিয়ালের একটি এপিসোডে ধর্মপোন্দন আছে কিঞ্চিৎ। এটা অবশ্য এই সিরিয়ালের শ্রেষ্ঠ মুহূর্তগুলোর একটি নয়, তবে ধর্মকারীর জন্য খুবই প্রযোজ্য।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন