বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১২

লিংকিন পার্ক - ৪২


১.
ইংল্যান্ডে খ্রিষ্টানরা এখনও পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ। যদিও এদের বড়ো একটি অংশ নামে-মাত্র খ্রিষ্টান। ধর্মকর্ম করে না, মেনে চলে না ধর্মীয় অনুশাসনগুলোও। তবু ধর্মপরিচয় জানতে চাইলে 'খ্রিষ্টান'-ই বলে। এদিকে ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, আগামী কুড়ি বছরের মধ্যে নাস্তিকরাই হবে সে দেশে সংখ্যাগরিষ্ঠ। 

২. 

৩.
গৃহহীনদের জন্য নিংস্বার্থ সেবাদান প্রতিষ্ঠান Francis House-এর বাৎসরিক বাজেট পাঁচ লাখ ডলার। গত কুড়ি বছর ধরে Catholic Diocese of Sacramento এই প্রতিষ্ঠানকে বছরে সাড়ে সাত থেকে দশ হাজার ডলার অনুদান দিয়ে আসছিল। এবারে তারা তাদের সাহায্য বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ Francis House-এর নতুন পরিচালক অ্যাবোরশনের অধিকার ও সমকামী বিয়ের সপক্ষে। 

৪.
ধমাধম ধর্মে বিজ্ঞানের সন্ধান - রবীন্দ্র যুগ: মজাদার বাংলা নিবন্ধ।
(লিংকম্যান: রঙ্গিলা রসুল)

৫. 
ইছলামী 'হালাল' এর ইহুদি সমার্থক 'কোশের'; এই যেমন, কোশের পদ্ধতিতে জবাই করা গরুর মাংস ইহুদিদের জন্য হালাল। এখন আবিষ্কৃত হয়েছে কোশের-ক্যামেরা  এই ক্যামেরা দিয়ে কোনও ইহুদি মেয়ের ছবি তুললে ছবিতে মেয়েটির মুখ স্বয়ংক্রিয়ভাবে ঢেকে যাবে বাদামী কাগজের ঠোঙা দিয়ে, অথবা ঝাপসা হয়ে যাবে Pixilate পদ্ধতিতে, অথবা কালো আয়তক্ষেত্র দিয়ে চোখ ঢাকা পড়ে যাবে, এবং এভাবে রক্ষিত হবে ইহুদি নারীর মান ও মর্যাদা। 

৬. 
'হে ঈশ্বর, আমাদেরকে ব্যবহার করুন' - চার্চে এমন সম্মিলিত প্রার্থনার পরের সপ্তাহেই সেই চার্চের অধিকাংশ সদস্যের ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে প্রবল ঝড়ে। 

৭.
খ্রিষ্টধর্মে (ইসলামেও) বিবাহপূর্ব যৌনসম্পর্ক নিষিদ্ধ তো বটেই, নিষিদ্ধ হস্তমৈথুনও। অর্থাৎ প্রাকৃতিক ও সহজাত যৌনউত্তেজনা প্রশমনের কোনও উপায় নেই - অবদমন ছাড়া। এই বিষয় নিয়ে আমেরিকান মতিকণ্ঠ দ্য অনিয়ন-এর রিপোর্ট: বীর্যপাত করার দুর্দমনীয় আকাঙ্ক্ষা পূর্ণ করতে এক খিষ্টান বিয়ে করতে উদ্বুদ্ধ।

৮.
ক্যান্সার, এইডসসহ যাবতীয় দুরারোগ্য ব্যাধির নিরাময় অসম্ভব মনে করছেন? গোমাতামূত্রই হতে পারে আপনার মুশকিল-আসান। তবে এই দাওয়াই শুধু হিন্দুধর্মানুসারীদের জন্য প্রযোজ্য কি না, নিশ্চিত নই। 

৯.
ইহুদিদের 'জুম্মাবার' Sabbath-এ (শুক্রবার সূর্যাস্তের কয়েক মিনিট আগে থেকে শনিবার রাতে আকাশে তিনটে তারা ওঠা পর্যন্ত) কোনও ধরনের কাজ করা কঠোভাবে নিষেধ। আর তাই দীর্ঘ প্রস্তুতি নিয়েও প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করলো ইহুদিদের বাস্কেটবল দল। 

১০.
ক্যাথলিকদের পচানি দিয়ে তোলা কিছু ব্ল্যাসফিমাস ছবির প্রদর্শনীর সচিত্র রিপোর্ট। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন